প্রায় তিন কোটি টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রাসহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রীকে আটক করা হয়েছে। মুদ্রা পাচারের অপরাধে দুলাল জমাদ্দার নামের ওই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, মাদারীপুরের কুতুবপুরের শিবচর এলাকার মনসুর আলী জমাদ্দারের পুত্র মোহাম্মদ দুলাল জমাদ্দার গতকাল সকাল সাড়ে সাতটা নাগাদ ইউএস–বাংলা এয়ারলাইনসের ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটের একজন যাত্রী ছিলেন। তিনি বিমানের ভিতরে সন্দেহজনক আচরণ করলে ইউএস বাংলা এয়ারলাইন্সের ক্রুরা তাকে বিমান থেকে অফলোড করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) হাতে তুলে দেন। পরে বেবিচক থেকে বিষয়টি জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইকে জানালে এনএসআই সদস্যরা কাস্টমস কর্মকর্তাদের সাথে নিয়ে ওই যাত্রীর সাথে থাকা কালো রঙের একটি ব্যাগ স্কেনিং করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সন্ধান পায়। পরে তার ব্যাগে ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল পাওয়া যায়। যা বাংলাদেশি ২ কোটি ৯৯ লাখ ৪৮ হাজার ৭৫০ টাকার সমান।
কাস্টমস কর্তৃপক্ষ বৈদেশিক মুদ্রাগুলো জব্দ করে দুলাল জমাদ্দারের বিরুদ্ধে মুদ্রা পাচারের অভিযোগে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে পতেঙ্গা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
দুলাল সমাদ্দার নামে ওই যাত্রী কিছুদিন পরপরই মধ্যপ্রাচ্যে আসা যাওয়া করেন বলেও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দররের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে।