চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে ৩০ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে কোতোয়ালী থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন – মোঃ কাউছার মিয়া (৩৮), মোঃ পারভেজ(২৯), এবং মোঃ রাব্বী (২৬)। তারা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গত ২৪ নভেম্বর চট্টগ্রাম নগরীর ফলমন্ডি এলাকায় রেজাউল করিম সাকিব নামে এক কর্মচারীকে চোখে মরিচের গুঁড়ো ছুড়ে এবং ছুরিকাঘাতে ৩০ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এসময় একজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেন স্থানীয়রা। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে স্বীকার করেন।
এরপর রেজাউল করিমের বিছমিল্লাহ ফল বিতানের মালিক আলাউদ্দীন কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার পরেই জড়িত তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বলেন, ৩০ লাখ টাকা ছিনতাই চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।