চুয়েটে পাবলিক প্রকিউরমেন্ট শীর্ষক কর্মশালা

| মঙ্গলবার , ২৬ নভেম্বর, ২০২৪ at ১০:৩০ পূর্বাহ্ণ

চুয়েট ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘পাবলিক প্রকিউরমেন্ট এন্ড ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা গতকাল সোমবার একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড.মোহাম্মদ সামসুল আরেফিন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। মূল বক্তা ছিলেন কম্পট্রোলার শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। সঞ্চালনা করেন আইকিউএসির সেকশন অফিসার মো. ইমরান হোসেন। প্রধান অতিথি বলেন,আমরা সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে দুর্নীতি বা অনিয়ম বন্ধ করা যাবে। ক্রয়ের আইন ও বিধির সঠিক প্রতিপালন এবং তা দক্ষতার সঙ্গে সময়মতো করতে পারলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। সেবার মানের উন্নতি হবে। এর জন্য ক্রয়কারী ও দরদাতার মধ্যে একটি পারস্পরিক আস্থা ও বিধির আলোকে সুসম্পর্ক প্রতিষ্ঠা জরুরি। আর্থিক স্বচ্ছতা একটি সম্মিলিত দায়িত্ব, এটি দুর্নীতি মোকাবিলা এবং সমৃদ্ধ জাতি গঠনের জন্য একটি জাতীয় কর্তব্য হিসেবে বিবেচনা করা উচিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘আনন্দ শেয়ার করলে বাড়ে, আর দুঃখ শেয়ার করলে কমে’
পরবর্তী নিবন্ধআত্মপরিশুদ্ধি ও ভাবের বৈপ্লবিক জাগরণে সূফিবাদীদের ঐক্য গড়ে তোলা সম্ভব