তাসকিনের ৬ উইকেট

বাংলাদেশের সামনে টার্গেট ৩৩৪ রান

| মঙ্গলবার , ২৬ নভেম্বর, ২০২৪ at ১০:২২ পূর্বাহ্ণ

অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণার চমক জাগানিয়া সিদ্ধান্তের পর দুর্দান্ত বোলিং প্রদর্শনী করল বাংলদেশ। প্রথম সেশনে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয়টিতে বাকি ৭ উইকেট নিয়ে গুটিয়ে দিল ক্যারিবিয়ানদের। ৪৬.১ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন পেয়েছেন ৬ উইকেট। টেস্টে ৬ উইকেট নেওয়া বাংলাদেশের পঞ্চম পেসার তিনি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম। জয়ের জন্য বাংলাদেশ পায় ৩৩৪ রানের লক্ষ্য। ওয়েস্ট ইন্ডিজ অলআউট হওয়ার সময় চতুর্থ দিনের বাকি আরও ৪১ ওভার। এর সঙ্গে থাকছে পঞ্চম দিনের ৯০ ওভার। সব মিলিয়ে ১৩১ ওভারে বাংলাদেশকে করতে হবে ৩৩৪ রান। রাত ২টা ৩০ মিনিটে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ৭৩ রান করে।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় আপাতত চলবে ব্যাটারিচালিত রিকশা
পরবর্তী নিবন্ধহত্যা মামলায় ফজলে করিমকে শ্যোন অ্যারেস্ট