সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিএনপির বিরোধ নেই : তারেক রহমান

| মঙ্গলবার , ২৬ নভেম্বর, ২০২৪ at ৫:৪৭ পূর্বাহ্ণ

সংস্কার আগে না নির্বাচন আগেএ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। গতকাল সোমবার দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সম্মেলনে দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ মন্তব্য করেন। তিনি বলেন, সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে না নির্বাচন আগেৃ যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন।

তিনি আরও বলেন, বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয়। একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায়। কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। খবর বাংলানিউজের। তারেক রহমান বলেন, তবে সরকারে কিংবা সরকারের বাইরে আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটা অকার্যকর। তিনি বলেন, সংস্কার কার্যক্রম কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্যদিনের দুর্দশা লাঘবের ব্যবস্থা প্রয়োজন। জনগণের নিত্যপ্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা না গেলে সংস্কার কার্যক্রমের কাঙ্‌ক্িষত সুফল পাওয়া যাবে না। জাতীয় প্রেস ক্লাবে বিএনপি সমর্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের এ বার্ষিক সাধারণ সভা হয়। শুরুতে শোক প্রস্তাব, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট উপস্থাপন করা হয়। তারেক রহমান বলেন, বিতাড়িত স্বৈরাচারের পলায়নের পর গণতন্ত্রকামী জনগণের আকাঙ্‌ক্ষা পূরণের এক বিশাল দায়িত্ব নিয়ে আজ অন্তর্বর্‌তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে। তবে গণতন্ত্রের পক্ষের সব শক্তি ও সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভেতরে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকের সভায় অনেক বক্তা তাদের বক্তব্যে তা তুলে ধরেছেন।

পূর্ববর্তী নিবন্ধজামালখানে আবর্জনা, দুদিনের মধ্যে অপসারণ না করলে চাকরিচ্যুতি
পরবর্তী নিবন্ধরেস্তোরাঁ কর্মীর নামে ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে ১২ কোটি টাকা ঋণ