জটিলতা কাটিয়ে রেলে অস্থায়ীভাবে ২০৫ জন ওয়েম্যান নিয়োগ

পূর্বাঞ্চলে দেওয়া হয়েছে ১২৪ জন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ নভেম্বর, ২০২৪ at ৫:৪৩ পূর্বাহ্ণ

দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে রেলওয়েতে অস্থায়ী ভিত্তিতে ২০৫ জন ওয়েম্যান নিয়োগ দেয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের পার্সোনাল৩ শাখার নিয়োগ আদেশের মাধ্যমে জাতীয় বেতন স্কেলে (রাজস্বখাতভুক্ত পদে অস্থায়ী ভিত্তিতে) ২০৫ জন ওয়েম্যানকে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল রেলওয়ে পূর্বাঞ্চলের জুনিয়র পার্সোনাল অফিসার যোবায়ের আহম্মেদ সরকার স্বাক্ষরিত নিয়োগপ্রাপ্ত ওয়েম্যানদের পদায়ন আদেশ জারি করেন। আদেশে নিয়োগপ্রাপ্ত ওয়েম্যানদের আগামী ১ ডিসেম্বরের মধ্যে পদায়নকৃত দপ্তরে যোগদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত ২০৫ জন ওয়েম্যানের মধ্যে পূর্বাঞ্চলে ন্যস্ত করা হয়েছে ১২৪ জনকে। তারমধ্যে ৪৭ জনকে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থপকের অধীনে কাজ করার জন্য ন্যস্ত করা হয়েছে। অবশিষ্ট ওয়েম্যানদের পশ্চিমাঞ্চলে ন্যস্ত করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত নতুন ওয়েম্যানদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৯তম গ্রেডে (৮৫০০২০৫৭০) রাজস্বখাতভুক্ত পদে অস্থায়ী ভিত্তিতে শর্ত সাপেক্ষে নিয়োগ প্রদান করা হয়েছে। তাদের চাকরি স্থায়ীকরণ আদেশ জারি না হওয়া পর্যন্ত তাদের চাকরি অস্থায়ী বলে গণ্য হবে। ওয়েম্যানগণ ১১ নভেম্বর থেকে প্রচলিত সরকারি বিধি মোতাবেক বেতন ভাতাদি প্রাপ্য হবেন।

রেলওয়ের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, ওয়েম্যানদের কাজ হল নিরাপদ ট্রেন চলাচলের জন্য রেল লাইনে পাথর ঠিক আছে কিনা তা নিয়মিত চেক করা এবং রেল লাইন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। রেলওয়ে সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ওয়েম্যান সংকট প্রকট আকার ধরাণ করেছে রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে। ওয়েম্যান নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল প্রায় ২ বছর আগে। পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ওয়েম্যান নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ উঠে। এই কারণে প্রায় ২ বছর নিয়োগ প্রক্রিয়া আটক থাকার পর অবশেষে নিয়োগ দেয়া হয়েছে ২০৫ জন ওয়েম্যানকে।

পূর্ববর্তী নিবন্ধআদালতের আদেশ অমান্য করে কর্ণফুলীর জমি ইজারার বিজ্ঞপ্তি
পরবর্তী নিবন্ধখুলশী থেকে বিলাসবহুল নিশান সাফারি জব্দ