লোহাগাড়ার কলাউজানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাইকের ধাক্কা লেগে শিশুসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১টার দিকে ইউনিয়নের নয়াহাট বাজারের পূর্বপাশে এসএম আবদুল জব্বারের ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন– উপজেলার কলাউজান ইউনিয়নের কানুরাম বাজার এলাকার মো. রায়হান (১৬) ও চরম্বা ইউনিয়নের বিবিরবিলা এলাকার মো. ইমন (১৬)। এছাড়া আহত ৮ বছর বয়সী এক শিশুর পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সেলিম উদ্দিন জানান, আহত রায়হান ও ইমন সম্পর্কে খালাতো ভাই। ঘটনার দিন তারা গ্রামীণ সড়ক দিয়ে বাইকে করে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাইকে থাকা দুইজনসহ এক শিশু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রায়হান ও ইমনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক জানান, বাইক আরোহীরা পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে দুই বাইক আরোহীসহ এক শিশু আহত হয়েছে।












