যুক্তরাজ্যে তিনটি মার্কিন বিমান ঘাঁটির ওপর বেশ কয়েকটি অজানা ড্রোন (চালকবিহীন বিমান) দেখা গেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী (ইউএসএএফ)। বুধবার থেকে শুক্রবারের মধ্যে ড্রোনগুলো দেখা যায়। যুক্তরাজ্যের সাফোক কাউন্টিতে অবস্থিত দুটি বিমান ঘাঁটি আরএএফ ল্যাকেনহিথ এবং আরএএফ মিল্ডেনহল, আর নরফোক কাউন্টিতে অবস্থিত আরএএফ ফেল্টওয়েলে দেখতে পাওয়া এই ড্রোনগুলো নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। খবর বিডিনিউজের। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী (ইউএসএএফ) জানিয়েছে, ড্রোনগুলো কেউ শত্রুতা করে পাঠিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইউরোপে ইউএসএএফ–এর এক মুখপাত্র বলেন, আমরা নিশ্চিত আরএএফ ল্যাকেনহিথ, আরএএফ মিল্ডেনহল এবং আরএএফ ফেল্টওয়েলের কাছে এবং ওপরে ছোট মনুষ্যবিহীন এই ড্রোনগুলোকে দেখা গেছে।
তিনি আরও বলেন, ড্রোনগুলো পর্যবেক্ষণ করে দেখা হয়েছে। তবে ড্রোনগুলোর কারণে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন ঘাঁটির কর্মকর্তারা। আমরা ঘাটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের আকাশসীমা পর্যবেক্ষণ করছি। ঘাঁটির কর্মী, সুবিধা এবং সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে হোস্ট–নেশন কর্তৃপক্ষ এবং মিশন অংশীদারদের সঙ্গে কাজ করছি।
আরএএফ মিল্ডেনহল মূলত ইউএসএএফের ১০০ তম এয়ার রিফুয়েলিং উইংয়ের ঘাঁটি। ওদিকে, আরএএফ ল্যাকেনহিথ ইউএসএএফ এফ –৩৫ এবং এফ ১৫ ই জঙ্গি বিমানগুলো রাখার বড় ঘাঁটি। আর আরএএফ ফেল্টওয়েল ঘাঁটিটি মূলত সামরিক কর্মীদের আবাসন ও লজিস্টিক সুবিধা দিতে ব্যবহার হয়। ঘাঁটিগুলোর মালিকানায় থাকা ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আমরা হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছি। প্রতিরক্ষা স্থাপনাগুলোতে কড়া সুরক্ষা ব্যবস্থা বজায় রেখেছি।