নুহাশ হুমায়ূনের সিনেমার জন্য ৫০ লাখ টাকার বরাদ্দ বাতিল

| সোমবার , ২৫ নভেম্বর, ২০২৪ at ৬:৩৯ পূর্বাহ্ণ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন চার বছর আগে ‘মুভিং বাংলাদেশ’ নামে পূর্ণদৈর্ঘ্য একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন। এতে লগ্নি করা ঘোষণা দিয়েছিল দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। তবে নুহাশের সিনেমার জন্য বরাদ্দকৃত ৫০ লাখ টাকা বাতিল করেছে মন্ত্রণালয়। খবর বাংলানিউজের।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, মন্ত্রণালয়ের ডিপিপিতে ‘মুভিং বাংলাদেশ’ নামে সিনেমার জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ ছিল। এই মুহূর্তে প্রকল্প থেকে সিনেমাটি নির্মাণের ইচ্ছা নাই। আর সিনেমা বানানো তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের কাজও না। তাই আপাতত সিনেমায় বিনিয়োগের পদক্ষেপ থেকে সরে আসা হয়েছে। সিনেমার প্রযোজকদের একজন আরিফুর রহমান। তার কথায়, একটা সিনেমা নিয়ে আমাদের তিন থেকে পাঁচ বছর সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। দীর্ঘ এই সময়ে প্রযোজকের কাজ ফান্ড রাইজ করা।

এদিকে বিষয়টি নিয়ে নুহাশ হুমায়ূন বলেন, আমার কাছে মনে হয়, গল্প ঠিকঠাক থাকলে চিন্তা নাই। আমার সব কাজেই আমি গল্প ও চিত্রনাট্যে বেশি সময় দিই। আমি শর্টফিল্ম, ওয়েবের কাজ করেছি কিন্তু এবারই প্রথম ফিচার ফিল্ম করছি। ‘মুভিং বাংলাদেশ’ সিনেমার জন্য দেশের বাইরে থেকে অনেক ফান্ডই আমরা পেয়েছি। কাজও এগিয়ে নিচ্ছি। কবে ও কোথায় শুটিং হবে সে বিষয়ে হুমায়ূনপুত্র জানান, আগে সিনেমার চিত্রনাট্যের কাজ। সবকিছু সঠিকভাবে শেষ হলেই জ্বলে উঠবে লাইট, ক্যামেরা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের পারভেজের প্রথম সেঞ্চুরির দিনে খুলনার মেহেদির ৫ উইকেট
পরবর্তী নিবন্ধনির্ঝরের কথা-সুরে গাইবেন বিশ্বজিৎ, বাপ্পা ও অর্ণব