ঢাকা–রাজশাহী মহাসড়কের পাশে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। প্রধান ফটক দিয়ে চলাচলের মূল সড়কের অবস্থা অনেকাংশে ভালো হলেও বিপত্তি ঘটে কিছুটা ভেতরকার রাস্তাগুলোতে আসলে। বিষয়টা অনেকটা,‘বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাটের’ মতো। উইকিপিডিয়া অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩২ হাজার। প্রতিনিয়ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারী সহ নানান পেশাজীবী ও বহিরাগতদের চলাচলে সর্বক্ষণ মুখরিত থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৫৩ একর। সড়কের এই বেহাল দশা প্রাত্যহিক জীবনের জন্য বিপত্তিকর। শুকনো মৌসুমের চেয়ে বর্ষা মৌসুমে পড়তে হয় বেশি বিপাকে। অনেক সময় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কের বেহাল দশার অজুহাতে রিঙা চালকের অধিক ভাড়া দাবি করার বিষয়টাও দৈনন্দিন ঘটনা। শিক্ষার্থীসহ সকলের স্বাভাবিক যাতায়াতের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সড়কগুলোর দ্রুত মেরামত জরুরি।
জরুরি অগ্রাধিকারের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন রাস্তাগুলো সংস্কার করে চলাচলের উপযোগী হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।
আবিদা সুলতানা
মৃৎশিল্প ডিসিপ্লিন,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।