ব্যাটারি রিকশা : হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার

নির্বাচন কবে তা ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, বাকিদের কথা ব্যক্তিগত

| সোমবার , ২৫ নভেম্বর, ২০২৪ at ৫:৩৬ পূর্বাহ্ণ

ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল সীমিত করার বিষয়ে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবে সরকার। গতকাল রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার। আমরা আশা করি, এ বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে একটি ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যাবে। তিনি বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা শহরের রাস্তায় চলতে পারবে কিনা তা নিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটি সমাধান খুঁজে পেতে চায় সরকার। খবর বাংলানিউজের।

গত ১৯ নভেম্বর হাই কোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি রিকশা চলাচল বন্ধ করার আদেশ দেয়। এই আদেশের প্রেক্ষিতে ব্যাটারি রিকশার চালকরা ১১ দফা দাবি জানিয়ে ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন।

নির্বাচন কবে তা ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা : নির্বাচন কবে সেই তারিখ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা করা হবে। এ নিয়ে অন্যদের বক্তব্যকে ব্যক্তিগত মতামত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে নির্বাচনের ডেট দেওয়া হয়নি। নির্বাচনের প্রকৃত তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন। উনার পক্ষ থেকে দেওয়া হবে। বাকি যারা বলেছেন, তারা হয়তো নিজেদের মতামত দিয়েছেন।

গুজব রোধে সবার সহায়তা চায় : গুজব প্রতিরোধে সবার সহযোগিতা চেয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস উইং। গতকাল সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, গুজব প্রতিরোধে অন্তর্বর্তী সরকার সাধ্যমতো চেষ্টা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে (যদি) কোনো ধরনের গুজব ছড়ায়, তা প্রতিরোধে সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। প্রেস উইং থেকে আলাদা পেজ খুলে মানুষকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা হচ্ছে। গুজব প্রতিরোধে সরকারের পাশাপাশি সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে তিন হাজার জনবল নিয়োগে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ মাসেই
পরবর্তী নিবন্ধবাড়ছে আইসিইউর সক্ষমতা