লঘুচাপটি ঘনীভূত, সুস্পষ্ট লঘুচাপে পরিণত

আকাশ আংশিক মেঘলা থাকতে পারে

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ নভেম্বর, ২০২৪ at ৫:২০ পূর্বাহ্ণ

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের গতকাল রোববার সন্ধ্যা ৬টার বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এর আগে চলতি নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে বলে পূর্বাভাস দেয়। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভবনার কথাও জানায়। গতকাল সুস্পষ্ট হওয়া লঘুচাপটি চলতি মাসে বঙ্গোপসাগরে তৈরি হওয়া দ্বিতীয় লঘুচাপ।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিত চৌধুরী জানান, আজ চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহে আকাশ আংশিক মেঘলাসহ সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে কোথাও কোথাও অস্থায়ীভাকে হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করতে পারে।

পূর্ববর্তী নিবন্ধবাইকই দুই বন্ধুর জন্য মৃত্যুদূত হলো
পরবর্তী নিবন্ধবন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত