চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া পটিয়া, হাটহাজারী ও সীতাকুণ্ডে সংঘটিত তিনটি দুর্ঘটনায় দুই পথচারীসহ তিনজন নিহত হয়েছে।
চকরিয়া : চকরিয়া প্রতিনিধি জানান, গতকাল রোববার সকাল ৯টার দিকে চকরিয়ার নলবিলাস্থ ডলমপীর জামে মসজিদের সামনে মহাসড়কের তিন আরোহীকে বহনকারী একটি মোটরসাইকেলকে ইটবোঝাই ডাম্পার ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের মুন্সীপাড়ার বাসিন্দা ওষুধ কোম্পানি বায়োফার্মার এরিয়া ম্যানেজার বোরহান উদ্দিন রাসেল (৪৩)। এ সময় গুরুতর আহত হন রাসেলের বন্ধু একই এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন (৪৪) ও বায়ো ফার্মার এসআর মোহাম্মদ আজমগীর (৪৬)।
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. আরিফুল আমিন জানান, পেকুয়ার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে চেপে কর্মস্থলে ফেরার পথে রোববার সকাল ৯টার দিকে ইটবোঝাই ডাম্পার ট্রাক পেছন থেকে চাপা দিলে ওষুধ কোম্পানি বায়োফার্মার এরিয়া ম্যানেজার নিহত হন। আহত হন সোনালী ব্যাংক ম্যানেজার ও বায়োফার্মার এসআর। এর আগে গত শনিবার একটি লরির ধাক্কায় চকরিয়ায় দুই পর্যটকের মৃত্যু হয়। মাত্র ১১ ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনায় একই উপজেলায় তিনজনের মৃত্যু হয়েছে।
পটিয়া: পটিয়া প্রতিনিধি জানান, গতকাল সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের কমলমুন্সির হাটের দক্ষিণ পাশে যাত্রীবাহী বাস ও টেক্সির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে টেক্সিচালক মো. আবুল কালাম (৫৫)। তিনি উপজেলার উত্তর খরনার (ফকিরপাড়া) কালা মিয়ার পুত্র। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন টেক্সির যাত্রী মো. আব্দুল জব্বার প্রকাশ লিটা ও তার স্ত্রী মর্জিনা বিনতে হ্যাপি।
জানা যায়, মহাসড়কের কমলমুন্সির হাটের দক্ষিণ পাশে চট্টগ্রাম–কক্সবাজারগামী কিং ট্রাভেলস বাস ও একটি নম্বরবিহীন টেক্সির মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক কালাম নিহত হয়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ক্রসিং হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর গাড়ি দুটি আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ কামাল (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত কামাল একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ মোমেন শাহ বাড়ির মৃত আমির হোসেনের পুত্র।
জানা যায়, গতকাল সন্ধ্যায় এক আত্মীয়ের বিয়ের আয়োজন তদারকি করে ওই এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ঘটনার পর স্থানীয়রা পেছনে ধাওয়া দিয়ে পৌরসভার মুন্সি মসজিদ সংলগ্ন হেফজখানা এলাকা থেকে ঘাতক প্রাইভেটকারটিকে আটক করে।
নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ওসি সাহাবুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ গেছেন। ঘাতক কারটি আটক করেছে স্থানীয়রা তবে তারা চালককে আটক করতে পেরেছেন কিনা জানতে পারিনি। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।
সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, গত শনিবার রাতে উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। নিহত ফটিক বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর এলাকার বাসিন্দা। তিনি বাড়বকুণ্ড বাজারের একটি চায়ের দোকানে কাজ করতেন।
হাইওয়ে পুলিশ জানায়, রাতে রাস্তা পার হওয়ার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। এ সময় ঢাকাগামী একটি দ্রুতগতির বাস মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকা অতিক্রমকালে ওই যুবককে চাপা দেয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, যাত্রীবাহী বাসটি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ওই যুবককে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।