টেকনাফে জেলের বড়শিতে ২৫ কেজি ওজনের কোরাল

| রবিবার , ২৪ নভেম্বর, ২০২৪ at ৮:৩৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মোজাম্মেল হক নামের এক জেলের বড়শিতে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে

রোববার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ করিডোর জেটিতে মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় জেলে মোজাম্মেল রোববার সকালে মাছ শিকারের জন্য বড়শি নিয়ে জেটিতে যান। বড়শি বসিয়ে অনেকক্ষণ অপেক্ষার পরে দুপুরে ২৫ কেজি ওজনের কোরাল মাছটি তার বড়শিতে ধরা পড়ে। মাছটি পেয়ে আনন্দে মেতে ওঠেন জেলে মোজাম্মেল।

জেলে মোজাম্মেল জানান, প্রতি বছর শীত মৌসুমে নাফ নদীর জেটিতে জেলেদের বড়শিতে বড় বড় কোরাল মাছ ধরা পড়ে। রোববার সকাল ৯টার দিকে তিনি জেটিতে এসে বড়শি ফেলেন। বড়শি ফেলার দুয়েক ঘন্টার মধ্যে বড় আকারের একটি কোরাল মাছ তার বড়শিতে আটকা পড়ে। মাছটি তিনি ৩০ থেকে ৩৫ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নাফ নদীতে প্রায়ই বড় আকারের কোরাল মাছ ধরা পড়ে। এসব মাছের দাম তুলনামূলক বেশি হলেও এটি খেতে অত্যন্ত সুস্বাদু। দেশে কোরাল মাছের চাহিদাও অনেক বেশি।

প্রসঙ্গত, টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ ধরা বন্ধ থাকার কারণে দীর্ঘদিন ধরে জেলে পল্লীর বাসিন্দারা কষ্টে দিন কাটাচ্ছেন। সংসারের অভাব-অনটন মেটাতে অনেকেই বড়শি দিয়ে মাছ শিকার করে জীবনযাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধরাহাত্তারপু‌লে তালা কেটে ফ্ল্যাট বাসায় চু‌রি
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ছোট ভাইয়ের হাতে খুন হলো বড় ভাই