চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ইট বোঝাই ডাম্পার ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ওষুধ কোম্পানি বায়ো ফার্মার এরিয়া ম্যানেজার বোরহান উদ্দিন নিহত হয়েছেন।
এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তন্মধ্যে সোনালী ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার গিয়াস উদ্দিনও রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আহত অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আজ রবিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজের অদূরে নলবিলাস্থ ডলমপীর জামে মসজিদের সামনে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়।
নিহত ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার বোরহান উদ্দিনের বাড়ি পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে। আহত সোনালী ব্যাংকের ম্যানেজার গিয়াস উদ্দিনের বাড়িও পেকুয়ায়। আহতদের বেসরকারি হাসপাতাল জমজম-এ ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই মোটর সাইকেল আরোহী ছিলেন।
মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. আরিফুল আমিন জানান- দুর্ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তন্মধ্যে বায়ো ফার্মার এরিয়া ম্যানেজার বোরহান উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্য দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে।
তিঁনি আরও জানান- দুর্ঘটনায় পতিত ইট বোঝাই ডাম্পার ট্রাক ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সড়ক নিরাপত্তা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।