চট্টগ্রামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফল করতে সমন্বয় সভা

| রবিবার , ২৪ নভেম্বর, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনে আগামী ৩০ নভেম্বর শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। ঐতিহাসিক এই টিটোয়েন্টি ম্যাচকে সফল ও উৎসবমুখর করার লক্ষ্য চট্টগ্রাম বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটি ও উপকমিটি আহবায়কগণের এক সমন্বয় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মসিউল আলম স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন ম্যাচের ভেন্যু ব্যবস্থাপনা (মাঠ) উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন, অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম, প্রচার ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন দীপ্তি, মিডিয়া উপকমিটির আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীন, সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক এম এ মুছা বাবলু, শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক শওকত আজম খাজা, সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী, সার্বিক ব্যবস্থাপনা কমিটির সদস্য কামরুল ইসলাম, কাউসার হোসেন বাবু, তৌহিদুস সালাম নিশাদ, আবু বক্কর সিদ্দিক, নুর জাহেদ বাবলু প্রমুখ।

সভা শেষে কর্মকর্তারা ম্যাচের ভেন্যু পরিদর্শন করেন। কিভাবে সুন্দরভাবে এই ম্যাচটি সম্পন্ন করা যায় সে জন্য প্রস্তুতিতে কোন ধরনের ঘাটতি রাখতে চাইছেনা আয়োজকরা। এরই মধ্যে এই ম্যাচের জন্য চট্টগ্রাম বিভাগের ক্রিকেটারদের নিয়ে দুটি দল গঠন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মসিউল আলম স্বপন জানান যেহেতু এদেশের সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এই টুর্নামেন্ট তাই আমরা এই ম্যাচটাকে আমাদের জন্য বড় অনুপ্রেরণা মনে করছি। আমরা চাইছি আয়োজনের দিক থেকে এই ম্যাচ যেন দেশের অণ্য সব ভেন্যুর চাইতে এগিয়ে থাকে। একটি মাত্র ম্যাচ হলেও এই ম্যাচের মহাত্ব্য অনেক। তাই আমরা বারবার বসছি, প্রস্তুতির কোন ঘাটতি হচ্ছে কিনা সেটা পরখ করছি। কারন এই ম্যাচ এই টুর্নামেন্ট দিয়ে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে উৎসবের সৃষ্টি করতে চাই।

পূর্ববর্তী নিবন্ধতামিমকে নিয়ে এনসিএল টি-টোয়েন্টির জন্য চট্টগ্রাম বিভাগীয় দলের স্কোয়াড ঘোষণা
পরবর্তী নিবন্ধনাঈম হাসানের ঘূর্ণিতে কাবু খুলনা বিভাগ