নতুন কিছু জানাই আনন্দ

প্রেসিডেন্সি স্কুলের বিজ্ঞান মেলায় ড. উপমা কবির

| রবিবার , ২৪ নভেম্বর, ২০২৪ at ১০:৩৯ পূর্বাহ্ণ

নতুন নতুন আবিষ্কারসহ বিজ্ঞানের নানাবিধ ব্যবহার বিষয়ে নতুন প্রজন্মের চিন্তাভাবনাকে জানার এবং বিজ্ঞানের প্রতি তাদেরকে উৎসাহিত করার জন্য বিজ্ঞান মেলার বিকল্প নেই। গতকাল শনিবার পাঁচলাইশস্থ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজন করা হয় বিজ্ঞানমেলার। দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণির সহস্রাধিক শিক্ষার্থী বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মেলায় অংশগ্রহণ করে।প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. উপমা কবির। প্রধান অতিথি বিজ্ঞান মেলা আয়োজনের উপর গুরুত্বারোপ করে বলেন, সব গবেষণাই সফলতার মুখ দেখবে এ কথা হলফ করে বলা যায় না; তবে, গবেষণাপ্রক্রিয়ায় যুক্ত একজন শিক্ষার্থী দলীয় কাজে অংশগ্রহণের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ দক্ষতা অর্জন করে। তিনি বলেন,নতুন কিছু জানাই আনন্দ।এ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মধ্যে যে আত্মবিশ্বাস তৈরি হয়, তা তাকে জীবনের কঠিন বাস্তবতার পথে অনেক দূর এগিয়ে দেয়। এছাড়াও তিনি বলেন, বিজ্ঞান গবেষণায় গবেষণালব্ধ জ্ঞান বিদ্বৎসমাজে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সে বিষয়টিও গবেষণার ক্ষেত্রে বিবেচনায় রাখতে হবে এবং এ জ্ঞান অন্যের কাছে সুচারুরূপে উপস্থাপন করাটাও গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ বলে তিনি মন্তব্য করেন।

উদ্বোধনের পরপরই দর্শনার্থীঅভিভাবকদের পদচারণায় মুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। মেলায় প্রদর্শিত হয় ২৭২টি প্রজেক্ট। স্কুলের বিজ্ঞান বিষয়ের শিক্ষকগণ ছাড়াও বিশেষজ্ঞ বিচারক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েটসহ চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ। উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, সদস্য সচিব মো. গোলজার আলম আলমগীর, পরিচালকবৃন্দ, স্কুল উপাধ্যক্ষগণ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই লায়নিজমের মূলমন্ত্র
পরবর্তী নিবন্ধসিটি কর্পোরেশনের দেনা শূন্যের কোটায় নিয়ে আসব : মেয়র