সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই লায়নিজমের মূলমন্ত্র

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভায় এম এ মালেক

| রবিবার , ২৪ নভেম্বর, ২০২৪ at ১০:৩৮ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে একুশে পদকজয়ী সাংবাদিক, দৈনিক আজাদী সম্পাদক সাবেক গভর্নর লায়ন এম এ মালেক বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই লায়নিজমের মূলমন্ত্র। আমাদের প্রত্যেকেরই উচিত সমাজের কম সৌভাগ্যবান মানুষগুলোর ভাগ্যোন্নয়নে নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করা। তিনি লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের সকল সদস্যকে ক্লাব কার্যক্রমকে এগিয়ে নিয়ে সহায়তা প্রয়োজন এমন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সভায় পিডিজি লায়ন নাজমুল হক, পিডিজি লায়ন ডাঃ শ্রী প্রকাশ বিশ্বাস, পিডিজি কামরুন মালেক, সাবেক ভাইস জেলা গভর্নর এস এম ফারুক, লায়ন তপন কান্তি দত্ত, লায়ন ইসমাঈল চৌধুরী, লায়ন সিলভাস্টার বার্নাডে, লায়ন রাজিব সিনহা, লায়ন মোছলেহ উদ্দিন খাঁন, লায়ন জিকে লালা, লায়ন গোপাল ভট্টাচার্য, লায়ন সাধন কুমার ধর, লায়ন ডাঃ মেজবাহ উদ্দিন তুহিন, লায়ন আবদুর রব শাহীন, লায়ন নিশাত ইমরান, লায়ন এম সোহেল খান, লায়ন আবু নাছের রনি, লায়ন এস কে পালিত, আইপিপি লায়ন বি কে লালা, লায়ন ইসমাইল চৌধুরী, লায়ন বাসুদের সিনহা, লায়ন অনুপম মজুমদার, লায়ন লিটন কান্তি দত্ত, লায়ন এডাম মেথিউ গনজালভেন্স, লায়ন বিপ্লব চক্রবর্তী, লায়ন দীপ্তি লালা, লায়ন কস্তুরী সিনহা, লায়ন কিশোয়ার জাহান,লায়ন জিয়াউল কবির সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।

ক্লাব প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি লায়ন আইয়ুবের সঞ্চালনায় চিটাগাং সিনিয়স’স ক্লাবে অনুষ্ঠিত সভায় লিও ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লিও শাহাদাত হোসেন সাইফ, প্রাক্তন সভাপতি লিও রাহুল লালা, লিও তাসফিয়া, লিও রুপালি আক্তার, লিও রাজেশ লালা, লিও সিয়াম উল্লাহ, লিও ইমরুল কায়েস অপু, লিও মেহেরাজ আল মাহমুদ সাকিব, লিও সীমান্ত বড়ুয়া, লিও ফাহাদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় চোখের চিকিৎসা পেলেন ৩শ রোগী
পরবর্তী নিবন্ধনতুন কিছু জানাই আনন্দ