শিল্পক্ষেত্রের বিকাশে প্রযুক্তিগতভাবে উন্নতির বিকল্প নেই

উদ্ভাবনী প্রতিযোগিতায় বক্তারা

| রবিবার , ২৪ নভেম্বর, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

বিজ্ঞানমনষ্ক শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা ও দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যথাযথ প্রয়োগের লক্ষে নগরের মুরাদপুরস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি)’র উদ্যোগে ১০ম বারের মতো ‘এনআইটি উদ্ভাবনী প্রতিযোগিতা২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এনআইটি’র অডিটোরিয়ামে এনআইটি’র চেয়ারম্যান আহসান হাবিবের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ২১৯ টি উদ্ভাবনীমূলক প্রকল্প উপস্থাপন করে। প্রত্যেকটি প্রকল্পই আলাদা এবং একেকটি নতুন চিন্তার প্রতিফলন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও অ্যাসেটের প্রজেক্টের প্রকল্প পরিচালক মীর জাহিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড. নাসিম হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রুপক কান্তি বিশ্বাস, সিডিএ এলিভেটেড এঙপ্রেসওয়ের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহফুজ প্রমুখ।

অনুষ্ঠানে মীর জাহিদ হাসান বলেন, ‘শিল্পক্ষেত্রের বিকাশে প্রযুক্তিগতভাবে উন্নতি সাধনের কোনো বিকল্প নেই। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের অবশ্যই প্রযুক্তিগতজ্ঞানে দক্ষ হতে হবে। আজকের এই উদ্ভাবনী প্রতিযোগিতায় এসে আমার মনে হচ্ছে আমাদের আগামী প্রজন্ম সত্যিই প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ হচ্ছে।’ ২১৯ টি প্রজেক্ট বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে মূল্যায়ন করার দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নু..ম আকবর হোসেন, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিঙ বিভাগের চীফ ইন্সট্রাক্টর শামীম আহমেদ, সিভিল বিভাগের চীফ ইন্সট্রাক্টর ইউনুছ পাটোয়ারী, মেকানিক্যাল বিভাগের চীফ ইন্সট্রাক্টর সনেট দাশ, চট্টগ্রাম টেঙটাইল ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মোহাম্মদ আবু হানিফ, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ। মূল্যায়নে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে সেরা দশ নিধার্রণ করে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিলে খতমে কোরআন ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে জোন কমান্ডার বৃত্তি পরীক্ষা সম্পন্ন