আওয়ামী সরকার পতনের দিন গত ৫ আগস্ট পাহাড়তলী থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় একটি একনলা বন্দুকসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. পারভেজ। গতকাল শনিবার ভোরে পাহাড়তলীর সিগন্যাল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পাহাড়তলী থানা পুলিশ। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার পরবর্তী মো. পারভেজ জানিয়েছে– গত ৫ আগস্ট পাহাড়তলী থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্যান্য লোকজনের সঙ্গে তিনিও জড়িত ছিলেন। তিনি আরো জানিয়েছেন, তার কাছে একটি অবৈধ অস্ত্র আছে। উক্ত অবৈধ অস্ত্রটি তিনি পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্পের ভেতরে আক্কেল আলী মিস্ত্রির বাড়ির পেছনে পরিত্যক্ত একটি ভবনের পাশে মাটির নিচে কালো রঙের পলিথিনে মুড়িয়ে লুকিয়ে রেখেছেন। পরে তার দেখানো জায়গা থেকে অবৈধ সেই একনলা বন্দুকটি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।