পতেঙ্গা আলীয়া মাদ্রাসার অধ্যাপক মাহমুদুল হাসান বলেছেন, পৃথিবী থেকে বৈষম্য দূর করতে চাইলে এবং দুনিয়া ও আখেরাতে শান্তি চাইলে রাস্ট্র পরিচালনায়, কর্মপরিকল্পনায়, প্রতিনিয়ত চলার পথে আল্লাহ ও রাসুল সাঃ নির্দেশিত পথে চলতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে। সে অনুযায়ী নিজের ইলম ও আমলে পরিপূর্ণ হতে হবে। শনিবার (২৩ নভেম্বর) বাদ মাগরিব উপজেলার দক্ষিণ সুখছড়ী শাহ্ সাহেব স্টেশন প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার সভাপতি মাস্টার আব্দুস সালামের সভাপতিত্বে জামায়াতে ইসলামী লোহাগাড়া সদর ৯নং ওয়ার্ড সভাপতি খালেদ মোহাম্মদ আমিনুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য পেশ করেন জামায়াতে ইসলামী লোহাগাড়া সদর ৯নং ওয়ার্ডের তত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান ভুট্টো। সীরাতুন্নবী মাহফিলে আলোচনা পেশ করেন, মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আবু তাহের। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার টার্মিনাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল ফয়েজ আনসারী। মাহফিলে সুরা মুমিনুন এর ১–১০ নং আয়াত দরসুল কোরআন পেশ করেন জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আ.ন.ম নোমান। এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, লোহাগাড়া সদর ইউনিয়ন আমীর অধ্যাপক জহির মুহাম্মদ শামসুদ্দিন, লোহাগাড়া সদর ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন, মাওলানা মুহাম্মদ শাহজাহান, এ্যাডভোকেট মোহাম্মদ হাসান। প্রেস বিজ্ঞপ্তি।