আমার ভাই আছে!

মোহাম্মদ মন্‌জুরুল আলম চৌধুরী | রবিবার , ২৪ নভেম্বর, ২০২৪ at ৬:১৬ পূর্বাহ্ণ

কিছু দিন আগে সকালের দিকে একটি ডায়াগনস্টিক সেন্টারে ব্লাড স্যাম্পল কালেকশন রুমে একটি ছোট কন্যা শিশু এবং আরেকটি ছেলে শিশু দুষ্টুমি করছিল। ডেস্ক থেকে এক ভদ্রলোক কন্যাশিশুটিকে বলেন, তোমাকে বেঁধে রাখবো। কন্যাশিশুটি বলে আমার ভাই আছে! আমি জিজ্ঞেস করলাম সে কোথায়? ঝটপট উত্তর বাসায়। আমি বললাম, তাহলে সে কীভাবে বাঁচাতে আসবে। শুনলে আমার ভাই চলে আসবে। ৪/৫ বছরের শিশু কন্যার তার ভাইয়ের প্রতি কতো অবিচল আস্থা বিশ্বাস ভরসা। তার বিপদে ভাই বোনকে উদ্ধার করতে চলে আসবে। পবিত্র সুন্দর নিষ্পাপ কোমলমতি শিশু। পৃথিবী যে এখন কতো নিষ্ঠুর নির্মম নির্দয় নির্লজ্জ নির্মোহ হয়ে গেছে তা তো তুমি জানো না। হৃদ্যতা স্নেহ শ্রদ্ধা মায়া মমতা প্রেম ভালোবাসা আন্তরিকতা সৌহার্দ্য ভ্রাতৃত্ব সমপ্রীতি আত্মার সুদৃঢ় বন্ধন যে ক্রমশ আলগা হতে হতে বিনাশ হয়ে গেছে। কালের বিবর্তনে স্বার্থের কষাঘাতে সম্পর্কের বিনে সুতোর বন্ধন ছেড়ে গেছে। স্বার্থপর আমিতুমি, স্বার্থপর পৃথিবী। দিন শেষে বোনটি হয়তবা তার সেই প্রিয় ভাইটিকে আর খুঁজে নাও পেতে পারে। ব্যতিক্রম যে নেই তা নয়। তবে তা খুবই নগণ্য। গণনার মধ্যেই পড়ে না। প্রত্যাশা আত্মার সম্পর্কগুলোর বন্ধন সুদৃঢ় হোক।

পূর্ববর্তী নিবন্ধবাকৃবি ক্যাম্পাসের অভ্যন্তরে যানবাহনের ভাড়ার তালিকা চাই
পরবর্তী নিবন্ধনিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও মানুষের ওপর ঋণের বোঝা