সরাসরি ভোটে রাষ্ট্রপতি? বদিউল বললেন, বিবেচনা করছি

| রবিবার , ২৪ নভেম্বর, ২০২৪ at ৬:১২ পূর্বাহ্ণ

সরাসরি ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচিত করার সুপারিশ পাওয়ার পর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে। গতকাল শনিবার সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি উঠে আসে।

সভার পর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সভায় অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে নিতে এবং রাষ্ট্রপতি কোনো দলের সদস্য হতে পারবে না বলে সুপারিশ করেছেন। খবর বিডিনিউজের।

কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে বিষয়টি থাকবে কিনা জানতে চাইলে কমিশন প্রধান বলেন, আমরা এগুলো বিবেচনায় নেব। এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা সব সুপারিশ বিবেচনায় নিয়ে ভেবেচিন্তে প্রস্তাব করব।

গতকালের মতবিনিময়ে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচিত, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন করা, হলফনামা যাচাইবাছাই করা, কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে, ‘না’ ভোট ফিরিয়ে আনা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া যাবে না, কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা, নির্বাচন কমিশন নিয়োগ আইন সংস্কার, গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্তরা নির্বাচন করতে পারবে না, ব্যবসায়িক সংগঠনে নির্বাচিত প্রতিনিধি রাখাসহ বিভিন্ন সুপারিশ করা হয়।

বদিউল আলমের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্কার কমিশনের সদস্য স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ।

মতবিনিময়ে অংশ নেওয়া নেঙাস টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর আমীন আল রশিদ বলেন, কমিশন আইন ত্রুটিপূর্ণ আইন। নির্বাচন কমিশন নিয়োগ আইন হালনাগাদের পর যদি কমিশন গঠন করা হতো তাহলে স্বচ্ছতা নিশ্চিত হতো।

গত বৃহম্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ রোববার প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধজানুয়ারি থেকে স্কুল কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির ৮ম সভা