নগরীর বাকলিয়ার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় তিনটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বালুর ঘাট দখল সংক্রান্ত দ্বন্দ্বকে কেন্দ্র করে বাস ও মোটরসাইকেলে করে এসে একদল লোক পেট্রোল ঢেলে এ আগুন লাগিয়েছে। এ সময় কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়। গতকাল রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জানার জন্য বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিনকে ফোন করা হলে তিনি সাড়া দেননি। এদিকে ফায়ার সার্ভিস চট্টগ্রাম অফিস জানিয়েছে, নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় রাত সাড়ে ৯ টায় মাওয়া এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের তিনটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। একপর্যায়ে রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
লামাবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, তিনটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ১৭ লাখ টাকার মতো সম্পদ উদ্ধার করা হয়েছে। একটি দল আগুন দিয়েছে এমন তথ্য পাওয়া যাচ্ছে। এ বিষয়ে আপনার বক্তব্য কী এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বলতে পারব।
এদিকে স্থানীয় অপর একটি সুত্র জানিয়েছে, আগুন লাগিয়ে ও গুলি ছুড়ে একদল চলে যাওয়ার পর অপর একটি দল আগুন লাগার স্থলে মিছিল করেছে। তবে তারা কারা সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি।