শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি

যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের মানববন্ধন

| শনিবার , ২৩ নভেম্বর, ২০২৪ at ১০:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের উদ্যোগে চেরাগী পাহাড় মোড়ে এক সমাবেশ ও মানববন্ধন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র এবং সার্ভিসবুক প্রদান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে দুস্থ শ্রমিকদের নিয়মিত ও নির্দিষ্ট সময় অনুদান প্রদান, সরকারি উদ্যোগে ডে কেয়ার সেন্টার স্থাপন এবং শ্রমিকদের সম্মানজনক ও বাঁচার মতো মজুরি নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়। যুব ট্রেড ইউনিয়ন নেতা গুলজার বেগমের সভাপতিত্বে এবং বিলস কর্মকর্তা ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন টিইউসি জেলা কমিটির সভাপতি তপন দত্ত। বিশেষ অতথি ছিলেন শ্রমিক দল বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন, শ ম জামাল উদ্দিন, শ্রমিকনেতা মোহাম্মদ আলো, অ্যাডভোকেট ইকবাল হোসেন, মহিন উদ্দিন, হাসিবুর রহমান বিপ্লব, ওমর ফারুক, মোহাম্মদ ইদ্রিস, রেখা রানি বড়ুয়া, লুতফুন্নাহার সোনিয়া, জাহিদ উদ্দিন শাহিন, জাকির হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা শ্রমিকদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। এর মধ্যে ছিল নির্মাণ শ্রমিকদের জন্য ডাটাবেজ তৈরি, ন্যায্যমূল্যের দোকান স্থাপন এবং রেশনিং ব্যবস্থা প্রণয়ন। বক্তারা বলেন,একটি জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়নকে কখনো টেকসই করা সম্ভব নয়। নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিবিইউএফটি ও এশিয়ান গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক সই
পরবর্তী নিবন্ধগণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে