সন্দ্বীপ উপজেলায় মানুষকে বইমুখী করা ও সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কিশোর–তরুণদের নিয়ে বই আড্ডা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পূর্ব সারিকাইত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘বইচিন্তা’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জুলাই–আগস্ট বিপ্লবের সকল শহীদদের স্মরণ করা হয়। বই আড্ডায় অংশগ্রহণকারীরা পছন্দের বই থেকে কিছু অংশ পাঠ করে এবং পঠিত অংশ থেকে শিক্ষণীয় বিষয় নিয়ে আলোকপাত করা হয়। বই আড্ডায় অংশগ্রহণকারী হাসনাথ রুবাই বলেন, মানুষকে বইমুখী করতে বইচিন্তা’র বই আড্ডা সত্যিই চমৎকার আয়োজন। আজকে বইপাঠ করে অনেক ভালো লাগলো এবং অন্যদের বইপাঠ শুনে অনেক কিছু শিখলাম। এমন কার্যক্রম নিয়মিত হোক। কলেজ শিক্ষার্থী সালমান রিজভী বলেন, বই বিষয়ক সংগঠন বইচিন্তার আজকের আয়োজন বই পাঠের অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের বইমুখী করা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে বইচিন্তার কার্যক্রম অগ্রণী ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। বইচিন্তার চিফ কো–অর্ডিনেটর নজরুল নাঈম বলেন, মানুষকে বইমুখী করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে বই বিষয়ক সংগঠন বইচিন্তা কাজ করছে। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি স্তরের মানুষ জ্ঞানের আলোয় উজ্জীবিত হবে এবং আলোকিত হবে সমাজ ও মাতৃভূমি বাংলাদেশ।