ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। প্রতিদিন মারা যাচ্ছে দশ–বারোজন করে। আক্রান্ত হচ্ছে হাজারের চেয়ে বেশি মানুষ। এরপরও জনগণ তেমন সচেতন হচ্ছে না। ফলে এডিশ মশার উৎপাত বাড়ছে আর ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। অথচ জনগণ সচেতন হলে এডিশ মশার প্রজনন রোধ করা যেত। অপরদিকে ডেঙ্গু রোগীর ব্লাড সেল কমে রক্তের প্রয়োজন পড়ে। কিন্তু রক্তদানে জনগণ তেমন সচেতন নন; যদিও রক্তদানের কারণে দাতারও শারীরিক বহুমুখী উপকার রয়েছে। তাই ডেঙ্গু সচেতনতা সৃষ্টি ও রক্তদানে উৎসাহ যুগাতে নিষ্ঠা ফাউন্ডেশন ২২ নভেম্বর (শুক্রবার) থেকে ডেঙ্গু সচেতনতা সৃষ্টি ও রক্তদানে উৎসাহদান কর্মসূচি শুরু করেছে।
জুমার নামাযের পর কোতোয়ালী, চকবাজার ও পাঁচলাইশ থানার মসজিদে মসজিদে প্রচারপত্র বিলি করা হয়।