চ্যালেঞ্জ কাপ জিতে মৌসুম শুরু বসুন্ধরা কিংসের

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৩ নভেম্বর, ২০২৪ at ১০:১৪ পূর্বাহ্ণ

ইউরোপিয়ান ফুটবলের মত মৌসুম শুরুর আগে দু দলের একটি চ্যালেঞ্জ কাপ আয়োজন করা হয়। বাংলাদেশে নতুন এই ট্রফির ম্যাচে মুখোমুখি হয় গত আসরের ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্স আপ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন ঘরানার প্রতিযোগিতায় নতুন শুরুর চাওয়া ছিল দুই দলের। শুরুতে এগিয়ে গিয়ে আশা জাগায় মোহামেডান। কিন্তু শেষ পর্যন্ত ‘সাদাকালো’ জার্সিধারীদের বিপক্ষে ঘুরে দাঁড়াল বসুন্ধরা কিংস। বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ জিতে নতুন মৌসুম শুরু করল দলটি। কিংস অ্যারেনায় গতকাল শুক্রবার মোহামেডানকে ৩১ গোলে হারায় কিংস। সুলেমানে দিয়াবাতে মোহামেডানকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান তপু বর্মন। পরে ফয়সাল আহমেদ ফাহিম ও মিগেল ফিগেইরা দামাশেনোর লক্ষ্যভেদে জয়ের বন্দরে পৌঁছায় কিংস। এটি কিংসের দ্বাদশ শিরোপা। ৫টি লিগ, ৩টি করে ফেডারেশন কাপ ও স্বাধীনতার কাপের পাশাপাশি তাদের ট্রফি কেসে যোগ হলো বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপও। দলটির কোচ হিসেবে তিতে অবশ্য পেলেন প্রথম ট্রফির স্বাদ।

শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয় স্বাধীন বাংলা ফুটবল দলের প্রয়াত অধিনায়ক জাকারিয়া পিন্টু ও বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারানোদের স্মরণে। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদ, মীর মুগ্ধদের ছবি, গ্রাফিতিতে গ্যালারিতে ফুটিয়ে তোলা হয় বিপ্লবের প্রতিচ্ছবি। কিকঅফের সাথে সাথে নীরবতা ভেঙে দুই দলের সমর্থকদের কলরব, কোলাহল আর হর্ষোল্লাসে মেতে ওঠে গ্যালারি। মোহামেডান সমর্থকরা উৎসবের উপলক্ষ্য পেয়ে যায় সপ্তম মিনিটেই। ইমানুয়েল সানডের ক্রসে লাফিয়ে দিয়াবাতে হেডে জাল খুঁজে নেন। এই গোলে দায় আছে ডিফেন্ডারদের। আক্রমণের সূচনায় নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডেকে আটকাতে পারেননি তপু, মালির ফরোয়ার্ড দিয়াবাতের হেডের সময় সাদউদ্দিনও ছিলেন না শতভাগ প্রস্তুত। ২৬ মিনিটে রহিম উদ্দিনের ক্রসে কেউ মাথা ছোঁয়াতে পারেননি। পাঁচ মিনিট পর প্রথম উল্লেখযোগ্য আক্রমণ শাণায় কিংস, কিন্তু দামাশেনোর শট ঝাঁপিয়ে আটকান গোলরক্ষক সুজন হোসেন। প্রথমার্ধের শেষ দিকে মোহামেডানের রক্ষণে ভীতি ছড়ায় কিংস। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় ভেস্তে যায় সব প্রচেষ্টা। ডান দিক থেকে আসা ক্রস ক্লিয়ার করতে লাফিয়েছিলেন নাইজেরিয়ান ডিফেন্ডার ইমানুয়েল টনি, নাগাল পাননি। বল চলে যায় দূরের পোস্টের দিকে। ফাহিম ছুটে গিয়ে পা ছোঁয়ানোর আগেই বিপদমুক্ত করেন রিয়াদুল হাসান রাফি। অতিরিক্ত সময়ে গোলমুখে বল ড্রপ খেয়ে বেরিয়ে যাওয়ার আগে ফাহিমের হেডের প্রচেষ্টা সফল হয়নি। এরপর বক্সের জটলার ভেতর থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোনাথন ফের্নান্দেসের শটও যায় বাইরে। বিরতির পর ৫২ মিনিটে ফাহিমের শট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। ৬২ মিনিটে অপ্রীতিকর ঘটনায় খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। গ্যালারি থেকে মাঝমাঠে এবং মোহামেডানের পোস্টের দিকে একাধিক স্মোক ফ্লেয়ার ছুঁড়ে মারেন সমর্থকরা। গোলাপী রঙের ধোঁয়ার কুণ্ডুলিতে ছেয়ে যায় মাঠ। তাতে খেলা বন্ধ থাকে ১০ মিনিট। খেলা শুরুর পরই প্রথম আক্রমণ থেকে সমতা ফেরায় কিংস। দামাশেনোর কর্নার হেডে ক্লিয়ার করতে চেয়েও পারেননি রাফি, দ্রুত পা চালিয়ে দেন তপু, সুজনকে পরাস্ত করে বল জড়ায় জালে। ৮১ মিনিটে এগিয়ে যায় কিংস। পায়ের কারিকুরিতে রক্ষণের প্রতিরোধ ভেঙে দামাশেনো ক্রস বাড়ান বঙে। বল বাতাসে ভেসে থাকা অবস্থায় ফাহিমের ভলি চোখে পলকে জড়ায় জালে। গত ফেডারেশন কাপে এগিয়ে গিয়ে কিংসের বিপক্ষে ২১ গোলে হারের অতীত উঁকি দিতে থাকে মোহামেডানের আকাশে। অতিরিক্ত সময়েই দারুণ গোলে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন দামাশেনো। পায়ের কারকুরিতে জায়গা করে নিয়ে নিচু শটে সুজনকে পরাস্ত করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আর সে সাথে ম্যাচের লাগাম চলে যায় কিংসের মুঠোয়।

পূর্ববর্তী নিবন্ধআগামী তিন আইপিএলের জন্য ১৩ ক্রিকেটারের নাম পাঠিয়েছে বিসিবি
পরবর্তী নিবন্ধমোহাম্মদ মিনহাজুর রহমান তাহের