চট্টগ্রামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফল করতে ৮টি উপ-কমিটি গঠিত

| শনিবার , ২৩ নভেম্বর, ২০২৪ at ১০:০৯ পূর্বাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনে আগামী ৩০ নভেম্বর শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টিটোয়েন্টি ম্যাচ। উক্ত ম্যাচটি সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। ইতিমধ্যে এই ম্যাচ পরিচালনার জন্য গঠিত চট্টগ্রাম বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটি ব্যতীত আরও ৮টি উপকমিটি গঠন করা হয়েছে। এই সব উপকমিটি সমূহের দায়িত্বপ্রাপ্তরা হলেন ভেন্যু ব্যবস্থাপনা (মাঠ) উপকমিটির আহ্বায়ক হলেন মোহাম্মদ সালাউদ্দিন। অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক হয়েছেন আহমেদুল আলম চৌধুরী রাসেল। আপ্যায়ন উপকমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মোশাররফ হোসেন দীপ্তিকে। প্রচার ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ শাহ আলম। মিডিয়া উপকমিটির আহ্বায়ক হলেন আর ইউ চৌধুরী শাহীন। সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক হয়েছেন এম এ মুছা বাবলু।

শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক শওকত আজম খাজা। এছাড়া সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক করা হয়েছে শহীদুল ইসলাম চৌধুরীকে। গতকাল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় আহবায়ক কমিটির এক সভা কমিটির আহবায়ক মশিউল আলম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আশা প্রকাশ করা হয় দেশের পট পরিবর্তনের পর আয়োজিত জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সারা দেশে বেশ সাড়া জাগাতে সক্ষম হয়েছে। এই টুর্নামেন্ট দিয়ে চট্টগ্রাম সহ সারা দেশের ক্রীড়াঙ্গনে উৎসব সৃষ্টি করতে চায় আয়োজকরা।

পূর্ববর্তী নিবন্ধআয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ঢাকায় এসে পৌঁছেছে
পরবর্তী নিবন্ধআইপিএলের তিন মৌসুমের দিন তারিখ চূড়ান্ত করেছে বিসিসিআই