রাউজানে দরবারে কামালিয়ায় সালানা ওরশ অনুষ্ঠিত

| শনিবার , ২৩ নভেম্বর, ২০২৪ at ১০:০৮ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার অলিয়ে কামেল হযরত শাহসূফি মাওলানা ছৈয়দ কামাল শাহ (রহ🙂 এর ৫১ তম সালানা ওরশ মোবারক গত ২০ নভেম্বর উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের দরবারে কামালিয়া শরীফে বিভিন্ন কর্মসূচির বিশিষ্ট গ্রন্থাগার হযরত শাহসূফি ছৈয়দ ছিদ্দিক রেজার ব্যবস্থাপনায় ও সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শাহসূফি ছৈয়দ ছিদ্দিক রেজা বলেন, যিনি নিজের নফ্‌সকে সংশোধন করতে পেরেছে তার ঠিকানা জান্নাত। আর আশেকদের বড় জান্নাত হল মহান আল্লাহ তায়ালার দিদার লাভ করা। মিলাদ মাহফিল ও ওরশ শরীফের মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন, দরবারে কামালিয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মাওলানা মাসূৃম কামাল আল আজহারী। এতে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, মওলানা ড. ফখরুল ইসলাম, মওলানা আবদুল খালেক আল আজহারী, শাহজাদা সৈয়দ মোহাম্মদ মোরশেদ, শাহজাদা সৈয়দ ডা: জাহেদ কামাল, মরমী শিল্পী হান্নান হোসাইনী, আসিফ আমান সাফাত, ইঞ্জিনিয়ার শহীদ আলম, হাফেজ মোহাম্মদ নঈম উদ্দিন, হারুনুর রশীদ রুমি, শায়ের মাসুদ রেজা কাদেরী, শায়ের রবিউল হাসান রাকিব, ছালামত উল্লাহ বাবুল, লেখক নুর মোহাম্মদ, মোহাম্মদ মুজিবুর রহমান, সৈয়দ মোহাম্মদ আরফাত ইসলাম, হাফেজ মোহাম্মদ রাহাত, আরিফুল্লাহ সাকিব, খায়েজ আহমদ নাছির, আলাউদ্দিন আল কামাল, সাজ্জাদ হোসেন প্রমুখ। ওরশে কর্মসূচিতে ছিল খতমে কোরআন, গোছল শরীফ, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু সম্মেলনের সফলতা ও ব্যর্থতা প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধআয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ঢাকায় এসে পৌঁছেছে