নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আইসিসির

| শুক্রবার , ২২ নভেম্বর, ২০২৪ at ৭:৪০ পূর্বাহ্ণ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)। খবর বিডিনিউজের।

পাশাপাশি একই পরোয়ানা জারি হয়েছে সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এমনকি হামাস নেতা ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধেও। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে আইসিসি।

পরোয়ানা জারির বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু এবং গ্যালানন্ত ইচ্ছাকৃতভাবে গাজায় মানুষকে অনাহারে রাখা এবং ফিলিস্তিনিদের নিপীড়নের অপরাধে দায়ী, সেটি বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.৫৮ কোটি টাকা
পরবর্তী নিবন্ধশিখ নেতা হত্যা, মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ কানাডার