শ্রমিকেরা অধিকার বঞ্চিত হলে কোনো প্রতিষ্ঠানের উন্নতি করা সম্ভব হয় না

অগ্রণী ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী কল্যাণ সমিতির সভা

| শুক্রবার , ২২ নভেম্বর, ২০২৪ at ৭:২০ পূর্বাহ্ণ

নগীর আগ্রাবাদ কাদেরী চেম্বারে অগ্রণী ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে গত বুধবার সংগঠনের কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপি কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক, শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, শ্রমিকেরা অধিকার বঞ্চিত হলে কোন প্রতিষ্ঠানের উন্নতি কখনো সম্ভব নয়। বর্তমানে প্রতিটি প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসরেরা অবস্থান করছে। সেদিকে লক্ষ্য রেখে রাষ্ট্রায়াত্ব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানগুলো পরিচালিত করা উচিত।

অগ্রণী ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সমিতি চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মোঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান খন্দকার এবং বকুল বড়ুয়ার সঞ্চালনার এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এএম নাজিম উদ্দিন, প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার, বিশেষ অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক চট্টগ্রাম সার্কেলের উপমহাব্যবস্থাপক এ. কে. শাহেদ আমিন হোসাইনী, সহকারী মহাব্যবস্থাপক আনোয়ারুল হক, আবুল মাসুদ সাঈদ, সাবেক সভাপতি মোঃ ইসমাইল, শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহসভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল বাতেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মাহমুদুল হাসান, নিজামুদ্দিন কাজল, নাজিম উদ্দিন প্রমুখ। পরিশেষে ৭ নভেম্বরে সিপাহী জনতার অভ্যুত্থানে ও শ্রমিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএখন সময় এসেছে নৈতিকতাসম্পন্ন ও মানবিক সমাজ বিনির্মাণের
পরবর্তী নিবন্ধডিম, চিনি, ভোজ্যতেলসহ নিত্য পণ্যের দাম কমছে