নারী উদ্যোক্তাদের জন্য সঠিক পরিবেশ তৈরি করতে হবে

চিটাগাং উইম্যান চেম্বারের অনুষ্ঠানে অধ্যাপক আমির মোহাম্মদ নসরুল্লাহ

| শুক্রবার , ২২ নভেম্বর, ২০২৪ at ৭:১৬ পূর্বাহ্ণ

ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের মত বিশ্বব্যাপী নারী উদ্যোক্তাদের একই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে এবং প্রোগ্রেস প্রজেক্ট, আইএলও বাংলাদেশ ও জেন বাংলাদেশের সহযোগিতায় গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত ডেভেলপমেন্ট ডায়লগ অন উইম্যান এন্টারপ্রেনারশিপ সাপোর্ট ইন চিটাগাং শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি লোক প্রশাসন বিভাগের অধ্যাপক আমির মোহাম্মদ নসরুল্লাহ একথা বলেন। তিনি আরো বলেন, কোভিড পরবর্তীকালীন অনলাইন উদ্যোক্তাদের ৫৫ ভাগই নারী। যেহেতু অনলাইন ব্যবসা নারী উদ্যোক্তা বান্ধব, যার কারণে এই সেক্টরে নারী উদ্যোক্তাদের দ্রুত প্রসার ঘটেছে। আমাদেরকে নারী উদ্যোক্তাদের জন্য সঠিক পরিবেশ তৈরি করতে হবে। শুধু শহরাঞ্চলে নয় তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের জন্য কাজ করতে হবে। অনুষ্ঠানের মূল বিষয়বস্তুর ওপর প্রবন্ধ উপস্থাপন করেন জেন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কে এম হাসান রিপন। তিনি বাংলাদেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে প্রাথমিকভাবে ১০টি বাধার উপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। তিনি বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে যেতে হলে সর্বপ্রথম লক্ষ্য ঠিক রাখতে হবে এবং ধৈর্য্যের সাথে লক্ষ্যকে সামনে রেখে কাজ করে গেলে সফলতা আসবে। ভবিষ্যতে চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের উন্নয়নে জেন বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সিডব্লিউসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব বলেন, কর্মক্ষেত্রে বাধা অনিবার্য। আমাদেরকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সবধরনের বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। উদ্যোক্তাদের পারিবারিক ও মানসিক স্বাস্থ্য সেবার উন্নয়নে কাউন্সিলিংয়ের প্রয়োজন রয়েছে। স্বাগত বক্তব্য দেন সিডব্লিউসিসিআইর ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ। তিনি বলেন, আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে। সমস্যাগুলো নিয়ে না ভাবলে সমাধান খুঁজে পাওয়া যাবে না। প্রস্তাবিত পরামর্শসমূহের উপর আলোকপাত করেন সিডব্লিউসিসিআইর পরিচালক নুজহাত নূয়েরী কৃষ্টি। এছাড়া জেন বাংলাদেশের পক্ষে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন গ্লোবাল এন্ট্রোপ্রেনারশিপ উইকের কোঅর্ডিনেটর সোমেন কানুনগো। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডব্লিউসিসিআইর ভাইস প্রেসিডেন্ট সীমা খাতুন, পরিচালক বেবি হাসান, আমেনা শাহিন, প্রাক্তন পরিচালক সুলতানা নুরজাহান রোজী, প্রতিষ্ঠাতা সদস্য চৌধুরী জুবাইরা সাকি জিপসিসহ অন্যান্য সদস্য ও বিভিন্ন বিশ্বদ্যিালয় থেকে আগত শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধর্মবোধ মানুষকে সুন্দরের পথে পরিচালিত করে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাংস প্রক্রিয়াজাত বিষয়ক কর্মশালা