ফটিকছড়ি তেলপারইস্থ সৈয়দবাড়ি দরবারের আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.) এর আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠেয় ২৯তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা গতকাল বৃহস্পতিবার বাগে হুদা খানকা শরীফে অনুষ্ঠিত হয়। সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশীন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ জিয়াউদ্দিন জিয়া। সভাপতির বক্তব্যে আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা বলেন, দেশপ্রেমিক মানবতাবাদী আদর্শ মানুষ গড়তে দ্বীনি নৈতিক ও আধুনিক উভয় শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। দ্বীনি ও আধুনিক শিক্ষার প্রসার ঘটিয়ে আজীবন আলোকিত মানুষ গড়ায় নিবেদিত ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ)। সভায় আলোচনায় অংশ নেন, নায়েবে সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ তৌছিফুল হুদা, মাওলানা জসিম উদ্দিন আলকাদেরী, নাছির উদ্দিন মেম্বার, মুহাম্মদ আবছার, মুহাম্মদ দিদারুল আলম, জহির উদ্দিন বাবর, মুহাম্মদ নুরুল হাকিম, মুহাম্মদ সেলিম উদ্দিন, আব্দুল কাদের, মুহাম্মদ নাছির, ইউসুফ বাবুল, আনোয়ার সওদাগর, আবুল হাশেম, সৈয়দ মাহমুদ হোসাইন, হাফেজ মাওলানা শামসুল আলম প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।