এক হাজার অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ

কাপ্তাই রাস্তার মাথায় অভিযান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ নভেম্বর, ২০২৪ at ৬:৫৩ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ের কাপ্তাই রাস্তার মাথা ও এর আশে পাশের এলাকা থেকে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করা হয়েছে। গতকাল চান্দগাঁও থানার উদ্যোগে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

কাপ্তাই রাস্তার মাথা এলাকা অবৈধ দোকানপাট ও হকারমুক্ত হয়েছে জানিয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, দীর্ঘদিন ধরে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় গড়ে উঠেছে অবৈধ দোকানপাট ও হকার। ফুটপাত থেকে শুরু করে মূল রাস্তায় পর্যন্ত গড়ে তোলা হয়েছে অবৈধ দোকানপাট। হকারদের দৌরাত্ম্য ছিল চোখে পড়ার মতো। এর ফলে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় যানজট লেগে থাকতো। ভোগান্তিতে পড়তো সাধারণ মানুষ। এসব কারণে আমাদের অভিযান পরিচালিত হয়েছে। এ বিষয়ে সিএমপি কমিশনারের নির্দেশনা ছিল জানিয়ে ওসি আরো বলেন, মুক্ত কাপ্তাই রাস্তার মাথায় ফের অবৈধ দোকানপাট গড়ে তোলা হলে বা হকারদের দৌরাত্ম্য চোখে পড়লে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধভোটার তালিকা হালনাগাদের প্রস্তুতি নির্বাচন কমিশনের
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন