আপিল-ডেথ রেফারেন্সের শুনানি শেষ, রায়ের অপেক্ষা

২১ অগাস্ট গ্রেনেড হামলা

| শুক্রবার , ২২ নভেম্বর, ২০২৪ at ৬:৪৬ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বহুল আলোচিত ২১ অগাস্ট মামলার আপিল ও ডেথ রেফারেন্সের ওপর হাই কোর্টে শুনানি শেষ হয়েছে, এখন রায় হতে পারে যেকোনো দিন। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখে। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার। আসামির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির। খবর বিডিনিউজের।

শুনানি শেষে আইনজীবী শাহজাহান বলেন, সিএভি করে রেখেছে, রায় যেকোনো দিন দিতে পারে। তবে এটা তো লিখতে হয়, কাগজপত্র দেখতে হয়, গুছিয়ে আনতে আরও সময় লাগে।

বিএনপিজামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ওই সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করা হয়। ১৪ বছর পর ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলার রায় দেন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন।

২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালতে রায়ে বিএনপিজামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, খালেদার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। আরও ১১ পুলিশ ও সেনা কর্মকর্তার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়।

পূর্ববর্তী নিবন্ধনোংরা পরিবেশে খাবার তৈরি তিন প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধচাক্তাইয়ে ৩০০ বস্তা ডিএপি সার জব্দ