নগরীর বাকলিয়া ও কোতোয়ালী এলাকায় নোংরা পরিবেশে খাবার তৈরি ও রাসায়নিক দ্রব্য ব্যবহারসহ মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে সিটি কর্পোরেশন। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে, বাকলিয়ার মিয়াখান নগর এলাকার নিয়ামাহ ফুড এন্ড কনফেকশনারী, কালামিয়া বাজারের সুইটস হাঙ্গার ফুড ও কোতোয়ালীর টেরী বাজারের মামুনা রেস্টুরেন্ট।
গতকাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, নিয়ামাহ ফুড এন্ড কনফেকশনারীকে ৩০ হাজার, সুইটস হাঙ্গার ফুডকে ১৫ হাজার এবং মামুনা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া টেরী বাজার আফিম গলিতে নালার উপর থেকে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে বলেও জানান তিনি।