কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলায় ব্রিজঘাট বাজারে, বাজার মনিটরিংয়ের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা জান্নাত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানকালে ৫টি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেকারি পণ্যে উৎপাদনের অগ্রিম তারিখ প্রদান, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং প্রয়োজনীয় তালিকা না থাকায় হোসেন ফুড বেকারিকে ৫০ হাজার টাকা, ডিলিং লাইসেন্স না থাকায় রেখা গোল্ডকে ২ হাজার, সাদমান এন্টারপ্রাইজকে ২ হাজার, কর্ণফুলী ক্রোকারিজকে ১ হাজার ৫০০ টাকা, মূল্য তালিকা না থাকায় মাহফুজ কনফেকশনারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন কর্ণফুলী থানা পুলিশ, আনসারসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
অভিযান পরিচালনাকালে অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি না করা ও মূল্যতালিকা প্রদর্শন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও অত্যাবশকীয় পণ্য বিক্রির ক্ষেত্রে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা বাণিজ্য শাখা থেকে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ডিলিং লাইসেন্স গ্রহণ পূর্বক অত্যাবশকীয় পণ্য বিক্রির জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।