বাঁশখালীতে কয়েক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও এক পথচারী। গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পূর্ব বৈলগাঁও দমদমা দিঘিরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন– মো. জমির (৫০)। তিনি উপজেলার পূর্ব বৈলগাঁও এলাকার আমির হোসেনের পুত্র। রাস্তা পারাপার করার সময় মোটরসাইকেলের ধাক্কায় তিনি মারা যান।
স্থানীয়রা জানান, রাস্তা পারাপার করতে গেলে উত্তর দিক থেকে আসা দ্রুতগামীর একটি মোটরসাইকেল ধাক্কা দিলে মো. জমির মাটিতে লুটিয়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে একইদিন সোমবার দুপুরে সাধনপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া টেক এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে অবিনাশ ধর (৮০) নামের এক বয়োবৃদ্ধ নিহত হয়েছেন। নিহত অবিনাশ ধর কালীপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড নাথপাড়া বিপিন চন্দ্র ধরের ছেলে।
বাঁশখালী থানার রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এআই মো. শরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ নিতে চেয়েছেন। এই ব্যাপারে বাঁশখালী থানা থেকে পাঁচলাইশ থানা বরাবর লিখিত তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে।












