সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে উদ্বেগ নোয়াবের

| বুধবার , ২০ নভেম্বর, ২০২৪ at ১০:২৪ পূর্বাহ্ণ

নিউজপোর ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) গতকাল মঙ্গলবার এক সভায় সমপ্রতি শতাধিক সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নোয়াবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি এর অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করেছে। বিগত বেশ কিছু বছরের কালো দিনগুলোতে জাতি ফিরতে চায় না। তাই অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের এই সামপ্রতিক সিদ্ধান্তকে আমরা মুক্ত সংবাদপত্রের প্রতি হুমকি হিসেবে মনে করি। ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মধ্যে একজন আছেন দেশের সবচেয়ে পুরানো দৈনিকের প্রকাশকসম্পাদক। নোয়াব তাই আন্তরিকভাবে অনুরোধ করছে যে এই অ্যাক্রেডিটেশন কার্ডগুলো অবিলম্বে পুনর্বহাল করা হোক, যাতে করে অন্তর্বর্তী সরকার স্বাধীনতার যে পরিবেশ তৈরির জন্য প্রচেষ্টা চালাচ্ছে, তা আরও ফলপ্রসূ হয়। অন্তর্বর্তী সরকার দ্রুত এ বিষয়ে সুবিবেচনামূলক পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করে নোয়াব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে ধারালো অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা