মালয়েশিয়া পালিয়ে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মো. মহিউদ্দিন সাকিব (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। তার নামে বোয়ালখালী থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে বলে জানা যায়। গত সোমবার বিকেলে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে রাতে বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
মহিউদ্দিন সাকিব বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা মনার বাপের টেক এলাকার তুফান আলী মুন্সির বাড়ীর আব্দুল মোনাফের ছেলে।
বোয়ালখালী থানার মামলা সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট বিকালে ভুক্তভোগী শিশুর মায়ের অনুপস্থিতিতে মহিউদ্দিন সাকিব তাদের বসতঘরের প্রবেশ করে বাকপ্রতিবন্ধী কন্যা শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ঘরে ফেলে চলে যায়। পরে এ বিষয়ে শিশুটি তার মাকে অঙ্গভঙ্গির মাধ্যমে এ ঘটনা জানায়। পরে চিকিৎসা শেষে বোয়ালখালী থানায় মহিউদ্দিন সাকিবের বিরুদ্ধে মামলা দায়ের করেন শিশুটির মা।
বোয়ালখালী থানার সাব–ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. মাঈন উদ্দিন ভূঁইয়া বলেন, মামলা হওয়ার পর থেকে আসামি পলাতক ছিল। সে যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে তাই আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন বরাবর চিঠি প্রেরণ করি। এরই পেক্ষিতে গত সোমবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মালয়েশিয়া পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন অফিসার ও ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর রাতে তাকে আমাদের কাছে হস্তান্তর করেন।
বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ার বলেন, মালয়েশিয়া যাওয়ার সময় ধর্ষণ মামলার আসামি মহিউদ্দিন সাকিবকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে বোয়ালখালী থানায় আনা হয়েছে। তাকে মঙ্গলবার (গতকাল) আদালতে প্রেরণ করা হয়েছে।