প্রথম আন্তঃস্কুল আর্চারি চ্যাম্পিয়নশিপ

| মঙ্গলবার , ১৯ নভেম্বর, ২০২৪ at ৭:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম আর্চারি ক্লাবের আয়োজনে ও এশিয়া গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় আন্তঃস্কুল আর্চারি চ্যাম্পিয়নশি ২০২৪ গত ১৬ নভেম্বর চট্টগ্রাম ফ্রোবেল একাডেমিতে অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রামের ২১ টি স্কুলের ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ফ্রোবেল একাডেমীর হেড অফ স্কুল নুসরাত খানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৪০ জন প্রতিযোগী পাঁচটি ইভেন্টে অংশ নেয়, যেখানে সর্বোচ্চ সংখ্যক পদক জিতে চট্টগ্রাম ফ্রোবেল একাডেমী চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় সর্বোচ্চ পদক জিতে লিডার্স স্কুল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ফ্রোবেল একাডেমির হেড অফ স্কুল নুসরাত খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পনসর এশিয়া গ্রুপের পরিচালক মোহাম্মদ হাসান ও চট্টগ্রাম আর্চারি ক্লাবের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ রফিক মিয়া।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ক্লাবের ডিরেক্টর কাজী ফারজাহান তাসনিম ও উপদেষ্টা বাবলু দাশ৷ অতিথিরা ফুটবল, ক্রিকেটের পাশাপাশি আর্চারির গুরুত্ব ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং চট্টগ্রাম আর্চারি ক্লাবের হাত ধরে এ সকল প্রতিযোগী জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে বলে আশা প্রকাশ করেন।

পাশাপাশি তারা চট্টগ্রাম অঞ্চলে স্কুল পর্যায়ে আর্চারি জনপ্রিয়তা বাড়ানো ও তরণ আর্চারদের বিকাশে সিটিজি আর্চারী ক্লাব ও ক্লাবের প্রেসিডেন্ট মোঃ জাবির উদ্দীনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন৷

সর্বশেষে ফ্রোবেল একাডেমির হেড অফ স্কুল নুসরাত খান প্রতিযোগিতার অংশগ্রহণকারী, আয়োজক ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধসাফা ‘সার্টিফিকেট অব মেরিট’ অর্জন করলো শক্তি ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধ৪ ঘন্টা পর কক্সবাজারে যান চলাচল স্বাভাবিক