বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় আরও এক পথচারীর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ নভেম্বর, ২০২৪ at ১২:৩৮ অপরাহ্ণ

বাঁশখালীতে ১২ ঘন্টার মাথায় মোটরসাইকেলের ধাক্কায় মোঃ জমির (৫০) নামের আরেক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব বৈলগাঁও দমদমা দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, রাস্তার পারাপার করতে গেলে উত্তর দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে মোঃ জমির মাটিতে লুটে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোঃ জমির পূর্ব বৈলগাঁও এলাকার আমির হোসেনের পুত্র। তিনি চার কন্যা সন্তানের জনক।

স্থানীয়দের অভিযোগ, সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী বারবার সড়কের নিরাপত্তা বৃদ্ধির দাবি জানালেও কর্তৃপক্ষ কোন আমলে নেননি।

বাঁশখালীর রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এআই শরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সম্মতিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর চেয়ে বাঁশখালী থানা থেকে পাঁচলাইশ থানা বরাবর একটি লিখিত তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক পাট ও বস্ত্র মন্ত্রীর পিএস কক্সবাজারে গ্রেফতার
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিন ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহারের দাবিতে কাপনের কাপড় গায়ে সড়ক অবরোধ