সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী (পিএস) আফজাল কবিরকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। গতকাল সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আফজাল কবির নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বেশ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি।
উল্লেখ্য, আফজাল কবির দীর্ঘদিন ধরে কক্সবাজারে আত্মগোপনে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী আরও তদন্ত চালাচ্ছে।