রাবিপ্রবিতে ম্যানেজমেন্ট ডে উদযাপন

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ নভেম্বর, ২০২৪ at ১০:১১ পূর্বাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ম্যানেজমেন্ট (ব্যবস্থাপনা) বিভাগের দশম ম্যানেজমেন্ট ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিন বেলা ১১টায় ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন২ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। এরপর কেক কেটে রাবিপ্রবির আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. নিখিল চাকমা ম্যানেজমেন্ট ডে এর উদ্বোধন করেন।

এসময় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সূচনা আখতার, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আসিফা নার্গিস, রাবিপ্রবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সপ্তর্ষি চাকমা, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এরপর ক্যাম্পাসে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফ্ল্যাশ মব গান ও নাচ পরিবেশন করা হয়। সন্ধ্যায় জেলা শহরের পর্যটন মোটেল কর্পোরেশনের অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা
পরবর্তী নিবন্ধসাড়ে ১৬ বছরের বন্দী জীবন থেকে মুক্ত হয়েছে জাতি