মহেশখালীতে ১৩ মামলার জব্দ করা মাদক ধ্বংস

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ নভেম্বর, ২০২৪ at ৯:০৮ পূর্বাহ্ণ

মহেশখালীতে ১৩ মাদক মামলার জব্দকৃত বিভিন্ন প্রকার মাদকের আলামত পুড়িয়ে ধ্বংস করলো থানা পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার পুরাতন আদালত ভবন প্রাঙ্গণে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের উপস্থিতিতে এসব আলামত ধ্বংস করা হয়। মো. সোয়েব উদ্দিন খান জানান, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে এসব মাদক জব্দ করা হয়। আলামতগুলোর মামলার রায় হয়ে যাওয়ায় এসব মাদক ধ্বংস করা হলো। আনুষ্ঠানিকভাবে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন। পুলিশ জানায়, ধ্বংসকৃত আলামতের মধ্যে ১ লাখ ২৯ হাজার ৯৬০ পিস ইয়াবা, ৭শ লিটার দেশীয় তৈরি মদ। ধ্বংসকৃত মাদকের বাজারমূল্য প্রায় কোটি টাকা। এসব মাদক মামলায় বর্তমানে ২৫ জন আসামি কারাগারে আটক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল দুই বসতঘর
পরবর্তী নিবন্ধজাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা