বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভিতর দিয়ে ঢাকা–ময়মনসিংহগামী রেলপথ রয়েছে। এ রেলপথ দিয়ে প্রতিদিন অন্তত ২৪ টি ট্রেন আসা–যাওয়া করে। কিন্তু বাকৃবির আব্দুল জব্বারের মোড়, ফসিলের মোড় এলাকার রেললাইনটি বেশ অরক্ষিত অবস্থায় আছে। এজন্য অনেক শিক্ষার্থী ট্রেন আসা নিয়ে বিভ্রান্তিতে পড়েন। এদিকে বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার ছাত্রের খাওয়া দাওয়া ও আড্ডায় জমজমাট থাকে এসব স্থান। এক্ষেত্রে ছাত্রদের রেলপথ পার হয়েই আসতে হয়। কিন্তু অনেক শিক্ষার্থীর এমন অভিজ্ঞতা রয়েছে ট্রেন কাছাকাছি আসার মুহূর্তে কয়েক সেকেন্ডের ব্যবধানে রেলপথ পার হয়ে আসেন। এছাড়া অনেক লোকোমাস্টার মোড়ের অনেক কাছাকাছি আসার পরও হর্ণ বাজান না। এক্ষেত্রে ট্রেন কাছাকাছি চলে আসার শব্দ শিক্ষার্থীরা বুঝতে পারে না। এখানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার সম্ভবনা থেকে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে একবুক স্বপ্ন নিয়ে পড়তে আসা শিক্ষার্থী যেন অপ্রত্যাশিত দুর্ঘটনার শিকার হয়ে কাটা না পড়ে এজন্য প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
সুমন গাজী
শিক্ষার্থী,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।