সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে কারও রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন।
গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে মতবিনিময়ের পর সচিবালয়ে তিনি বলেন, ব্যাংকসহ বিভিন্ন সরকারি চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন করতে হয়। ১৯২৮ সাল থেকে এ পদ্ধতি চলে আসছে। পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে দলীয় বা রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পুলিশ ভেরিফিকেশন থাকবে, তবে সেখানে প্রার্থী বা তার আত্মীয়–স্বজনের রাজনৈতিক বিবেচনা আমলযোগ্য হবে না। আর এক্ষেত্রে এক নম্বর ডকুমেন্ট হিসেবে জাতীয় পরিচয়পত্রকে বিবেচনায় নেওয়া হবে। খবর বিডিনিউজের।
জুলাই–অগাস্টের গণআন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকার গত ১১ সেপ্টেম্বর পুলিশ সংস্কার কমিশন গঠন করে। এ কমিশন গত ৬ অক্টোবর থেকে কাজ শুরু করেছে এবং আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কমিশন রিপোর্ট জমা দেবে বলে জানান সফর রাজ হোসেন।