এক রানে শেষ হলো ইমরুলের প্রথম শ্রেণির ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৮ নভেম্বর, ২০২৪ at ৯:১৪ পূর্বাহ্ণ

ইমরুলের বিদায়ী ম্যাচটি শেষ হলো হতাশায়। খুলনা বিভাগের হয়ে প্রথম ম্যাচে ১৬ রানের ইনিংসের পর দ্বিতীয় ম্যাচে করেছেন এক রান। দুই ইনিংসে ১৭ রান করে শেষ হলো ইমরুলের প্রথম শ্রেণির ক্রিকেটের অধ্যায়। রোববার তার ব্যর্থতার দিনে খুলনা ৯১ রানে অলআউট হয়েছে। ১০৩ রানের লক্ষ্যে ঢাকা সোমবার ব্যাটিংয়ে নামবে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা ও খুলনা বিভাগের ম্যাচে বোলারদের দাপট দেখা গেছে। খুলনা ও ঢাকার প্রথম ইনিংসে খুব বেশি স্কোর হয়নি। আগে ব্যাটিং করা খুলনার ১৭২ রানের জবাবে ঢাকা আগের দিন ৩২ রান তুলতে ৩ উইকেট হারিয়েছিল। রোববার দ্বিতীয় দিনে ১২ রান পিছিয়ে থেকে ১৬০ রানে অলআউট হয় ঢাকা। দলের হয়ে আরিফুল ইসলাম সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেছেন। এর বাইরে মোসাদ্দেক হোসেন ও তাইবুর রহমান ২৮ রানের ইনিংস খেলেছেন। ঢাকার বোলারদের মধ্যে আর্দুল ইসলাম আকাশ, আল আমিন হোসেন ও মাসুম খান টুটুল প্রত্যেকে তিনটি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট নেন আব্দুল হালিম। ১২ রানে এগিয়ে থেকে লাঞ্চের আগে ব্যাটিংয়ে নেমেছিল খুলনা। এনামুল হক বিজয় ও অমিত মজুমদার মিলে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও দলীয় ২১ রানে তাদের জুটি ভাঙে। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন ইমরুল। এর আগে তাকে গার্ড অব অনার দিয়েছে দুই দলের ক্রিকেটাররা। শেষবার ব্যাটিংয়ে নামার সময় খুলনার ড্রেসিংরুমের সামনে গার্ড অব অনার দেন সতীর্থরা। এরপর ক্রিজে যাওয়ার আগ মুহূর্তে ঢাকার ক্রিকেটাররা দুই পাশে দাঁড়িয়ে গার্ড অব অনার দেন। কিন্তু এই আনুষ্ঠানিকতা যতক্ষণ স্থায়ী হলো, ইমরুলের ব্যাটিং ততক্ষণ স্থায়ী হয়নি। ৩ বলে ১ রান করে তার প্রথম শ্রেণির ক্রিকেট শেষ হলো। ইমরুলের ব্যাটিং ব্যর্থতার ম্যাচে দলও হয়েছে পুরোপুরি ব্যর্থ। ৯১ রান করে অলআউট হয় খুলনা। তাতে করে জয়ের জন্য ১০৩ রানের লক্ষ্য পায় ঢাকা। ওপেনার অমিত মিশ্র এক প্রান্তে দাঁড়িয়ে থেকে সতীর্থদের আশা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন।

সর্বোচ্চ ৩৮ রান আসে তার ব্যাট থেকেই। এর বাইরে তিনজন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেনএনামুল হক বিজয় (১০), মাসুম খান টুটুল (১৪) ও শেখ পারভেজ জীবন (১০)। নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে খুলনার ইনিংস শেষ হলেও আলোক স্বল্পতার কারণে ঢাকা ব্যাটিংয়ে নামেনি। সোমবার ম্যাচের তৃতীয় দিন সকালে জয়ের খোঁজে ব্যাটিংয়ে নামবে ঢাকা।

পূর্ববর্তী নিবন্ধআইপিএল নিয়ে খুব বেশি আশা নেই রিশাদের
পরবর্তী নিবন্ধবাংলাদেশের খেলার ধরনের প্রশংসায় মালদ্বীপ কোচ