রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার ২৩তম অভিষেক অনুুষ্ঠান গত শনিবার চিটাগাং ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার সভাপতি রোটারিয়ান আরিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন চাটার প্রেসিডেন্ট ও পিডিজি প্রফেসর তৈয়ুব চৌধুরী, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট আজিজুল ইসলাম বাবুল, ক্লাব সেক্রেটারি উৎপল বড়ুয়া, পিপি খনরঞ্জন রায়, পিপি মনিরুজ্জামান চৌধিরী, পিপি রেজাউল করিম চৌধিরী, রোটারিয়ান আজিজুল কাদের, মাইফুল আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সারা বিশ্বে জনসেবায় রোটারীর কার্যক্রম প্রশংসনীয়। পোলিও নির্মূলে রোটারীর ভূমিকা অনস্বীকার্য। তিনি চট্টগ্রাম সিটিকে কার্যকর পরিচ্ছন্ন নগরী গড়তে নগরবাসীকে অভ্যাস পরিবর্তন এবং সচেতন হওয়ার আহ্বান জানান। এ ব্যাপারে তিনি রোটারী ক্লাবেরও সহযোগিতা কামনা করেন।
সভায় একজন ক্যানসার রোগীকে অর্থ সহায়তা এবং বাঁশখালী নারী ক্রিকেট ক্লাবকে মাঠ পরিচর্যা যন্ত্র এবং আরআই রোটারী ফান্ডে অর্থ সহায়তা প্রদান করা হয়। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুুষ্ঠান, র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।